Last Updated: February 14, 2013 11:24

কার্ড চাই, চাই লাল গোলাপ। তবে যেটা মাস্ট, তা হল ভালবাসা। আর অন্য কিছু নয়, আজ শুধু প্রেমের আন্দোলনে মেতে উঠতে প্রস্তুত ওরা। আজ ভ্যালেনন্টাইন্স ডে কাল প্রেমের দিন। তাই ওদের চোখে এখন বিদ্যুত্। হঠাত্ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত।
পাঠ্যবইয়ে বা পেনসিল বক্সে গোপন চিঠি পাঠানোর দিন শেষ। কার্ডই এখন প্রেমের মস্ত হাতিয়ার। আর আছে শাশ্বত গোলাপ, যার কোনও বিকল্প নেই। তবুও এসবই তো অনুষঙ্গ মাত্র। হৃদকমলে ধুম লাগাটাই যে শেষ কথা ! এই বিশেষ দিনে আপনি আপনার প্রিয় মানুষটিকে কোনও বিশেষ মেসেজ দিতে চান? আপনার মনের কথা শেয়ার করুন আমাদের সঙ্গে। কমেন্ট করে জানান আপানার মনের কথা।
ভ্যালেন্টাইনস ডে-র খুঁটিনাটি জানতে ক্লিক করুন এখানে
First Published: Thursday, February 14, 2013, 17:25