Last Updated: Thursday, February 14, 2013, 11:24
কার্ড চাই, চাই লাল গোলাপ। তবে যেটা মাস্ট, তা হল ভালবাসা। আর অন্য কিছু নয়, আজ শুধু প্রেমের আন্দোলনে মেতে উঠতে প্রস্তুত ওরা। আজ ভ্যালেনন্টাইন্স ডে কাল প্রেমের দিন। তাই ওদের চোখে এখন বিদ্যুত্। হঠাত্ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত।