বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি পবন হংস

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি পবন হংস

 বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি পবন হংসহার্সিলের কাছে নামতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি উত্তরাখণ্ডে উদ্ধারকার্যের জন্য ব্যবহৃত একটি পবন হংস হেলিকপ্টার। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ধারাসু থেকে হার্সিল আসছিল হেলিকপ্টারটি। যদিও পাইলট ও কো-পাইলট ছাড়া হেলিকপ্টারে আর কেউই ছিলেন না। হার্সিলে হেলিপ্যাডে নামার সময় বৃষ্টির কারণে কপ্টারটিকে লেজের উপর ভর দিয়ে নামতে হয়। সূত্রে খবর, কপ্টারটিতে সামান্য ক্ষতি হয়েছে। পাইলট ও কো-পাইলট দু`জনেই সুরক্ষিত রয়েছেন।

তিনদিন আগেই উদ্ধারকার্যেরত একটি পবন হংস হেলিকপ্টার ভেঙে পড়ায় প্রাণ হারান ২০ জন।

First Published: Friday, June 28, 2013, 14:35


comments powered by Disqus