Last Updated: July 18, 2013 21:48

কামদুনিকাণ্ডে নজিরবিহীন আবেদন করা হল আদালতে। হাইকোর্টে কামদুনি মামলা বন্ধ করে দেওয়ার আর্জি জানালেন সিআইডির তদন্তকারী অফিসার। অথচ এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্যই আর্জি জানানো হয়েছিল সিআইডির তরফে। সেই আবেদনের সঙ্গে এমন পরস্পরবিরোধী আরেকটি আবেদনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আইনজীবী মহলে।
আগামিকাল এই মামলার শুনানি হবে। ইতিমধ্যেই এই মামলার তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে সিআইডির বিরুদ্ধে।
First Published: Thursday, July 18, 2013, 22:44