Last Updated: Monday, October 28, 2013, 22:17
ছাত্রী খুনের প্রতিবাদে কামদুনি, খরজুনার ধাঁচে এবার আন্দোলন শুরু হল বর্ধমানেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামদুনির মত নবাবহাটের ওই ছাত্রীকেও ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতীরা। প্রতিবাদে বর্ধমান থানা ঘেরাও এবং পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। রাতে বের হয় মোমবাতি মিছিল। দোষীদের গ্রেফতারের দাবিতে অতিরিক্ত পুলিস সুপারের কাছে ডেপুটেশন দেয় গণতান্ত্রিক মহিলা সমিতি। পুলিসকে ডেপুটেশন দিয়েছেন স্কুলের শিক্ষিকারাও।