গৌতম দেবের বাড়িতে সিআইডি

গৌতম দেবের বাড়িতে সিআইডি

গৌতম দেবের বাড়িতে সিআইডি রাজারহাটের জমি ইস্যুতে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। শুক্রবার নোটিস নিয়ে গৌতম দেবের বাড়িতে যায় সিআইডির একটি প্রতিনিধি দল। কিন্তু তাঁর সল্টলেকের এসি ৭১ নম্বর বাড়িতে কেউ না থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। কেয়ারটেকারের সঙ্গে কথা বলে তাঁরা ফিরে যান।

বিকেল ৪ টে নাগাদ সল্টলেকের এসি ৭১ বাড়িতে যায় সিআইডি দল। আবাসন কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিতে আসে। বাডিতে কেউ না থাকায় বাইরে থেকে ফিরে যায় ডেপুটি এসপি সিআইডি ওয়েস্টবেঙ্গল এস কে তাজহম্মদের পাঠানো দল।  

First Published: Friday, June 14, 2013, 23:15


comments powered by Disqus