Last Updated: Saturday, August 10, 2013, 11:51
আড়াই মাসের এক শিশুর চোখের জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল। নির্দিষ্ট সময়ের আগে জন্মানো শিশুটি রেটিনার সমস্যায় ভুগছিল। শিশুটির ওজন ৯৫০গ্রাম। সময়ে অস্ত্রোপচার না হলে শিশুটির দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। রেটিনোপ্যাথি অফ প্রি-ম্যাচুরিটি বা আরোপি। জন্মের পর থেকে রেটিনার এই জটিল রোগে ভুগছিল ছোট্ট এই শিশু। বাড়ি উত্তর কলকাতার পাইকপাড়ায়। আড়াই মাসের শিশুটির চোখের সমস্যা ধরতে পারেননি অনেক চিকিৎসকই। বাবা শঙ্কর সাউ পাইকপাড়া এলাকার সামান্য পান দোকানী। নামি হাসপাতালে সন্তানের চিকিৎসার সঙ্গতি না থাকায়, শিশুটিকে ভর্তি করেন কলকাতার মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে জটিল এই রোগ।