Last Updated: June 7, 2012 23:30

দুহাজার দশ বিশ্বকাপে সবথেকে হিট এলিমেন্ট ছিল অক্টোপাস পল। নির্ভুল ভাবে জার্মানির প্রত্যাকটি ম্যাচের ভবিষ্যতবাণী করেছিলএই অক্টোপাস। পলের সামনে রাখা দুটি কাঁচের বাক্সে রাখা থাকত ২ প্রতিযোগী দেশের পতাকা। পলে যেই বাক্সের এপর বসত সেই দলই সেই ম্যাচের বিজয়ী হত।
পল আর বেঁচে নেই। তবে পলের ভূমিকায় ইউরো কাপে অবতীর্ণ হয়েছে সিট্টা। ৩৩ বছরের এই মহিলা হাতি ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে গ্রিসের বিরুদ্ধে পোল্যান্ডকেই জয়ী হিসাবে ধরেছে। এই ম্যাচের ভবিষ্যত বাণীর জন্য কারাকো টাউন হলে সিট্টার সামনে ৩ টি রসালো ফল রাখা হয়েছিল। সিট্টা যে ফলটি বেছে নিয়েছে সেটি পোল্যান্ডের নামে রাখা হয়েছিল। কারাকোর মুখপাত্র সাতানিকের মতে সিট্টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ী হিসাবে ধরেছিল চেলসিকে। সেই ফল মিলেও গিয়েছিল। তারপর সিট্টার উপর তাঁদের আস্থা বেড়ে গেছে অনেকটাই।
First Published: Thursday, June 7, 2012, 23:30