Last Updated: Tuesday, April 9, 2013, 20:33
ফের মোহনবাগানে ফিরতে পারেন জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল। সুব্রতকে দলে নিতে আগ্রহী সবুজ-মেরুন কর্তারাও। এই মরসুমে পুণে এফ সি ছেড়ে প্রয়াগে এসেছিলেন সুব্রত। কিন্তু কোচ এলকোর সঙ্গে বিরোধে সেভাবে খেলার সুযোগই পাননি। তাই দল ছাড়তে চান ভারতের অন্যতম সেরা গোলকিপার। সুব্রতর কাছে বেশ কয়েকটি ক্লাবের অফার থাকলেও, মোহনবাগানের অফার বেশ ভাল। শোনা যাচ্ছে মোহনবাগান কর্তাদের সঙ্গে তাঁর একপ্রস্ত কথাও হয়েছে। ২০০৪ সালে মোহনবাগান থেকেই বড় ক্লাবে তার কেরিয়ার শুরু করেছিলেন সুব্রত। সুব্রত পাল নিশ্চিত হয়ে গেলে শিল্টন পালকে ছেড়ে দিতে পারে মোহনবাগান।