Last Updated: September 27, 2012 12:27

টোলগে-ওডাফার সম্পর্কে চিড়। মোহনবাগানে শুরু হয়ে গেল দুই মহা তারকার ইগোর লড়াই। ফেডারেশন কাপ চলাকালীন টোলগে আর ওডাফার মধ্যে ঝামেলার কথা স্বীকার করে নিলেন স্বয়ং কোচ সন্তোষ কাশ্যপ।
ফেডারেশন কাপ চলার সময় থেকেই ইতিউতি শোনা যাচ্ছিল টোলগে আর ওডাফার ঝামেলার কথা।বুধবার তাতেই শিলমোহর দিলেন মোহনবাগান কোচ। টোলগে মোহনবাগানে আসার পর থেকেই দুই তারকার ইগোর লড়াই নিয়ে প্রশ্ন ছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। তিন মাসের মধ্যেই শুরু গেল সেই লড়াই।তাই আই লিগ শুরুর আগে টোলগে-ওডাফার ঝামেলা সামলানোই বড় চ্যালেঞ্জ হতে চলেছে কোচের কাছে।
First Published: Thursday, September 27, 2012, 12:27