Last Updated: Saturday, October 13, 2012, 16:39
শেষ পর্যন্ত রণেভঙ্গ দিলেন মোহনবাগান কোচ সন্তোষ কাশ্যপ। ব্যর্থতার যাবতীয়
দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করলেন সন্তোষ কাশ্যপ। মোহনবাগান
কর্তারাও কাশ্যপের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। প্রয়াগ ম্যাচ হারের পর
সন্তোষ কাশ্যপের মোহনবাগানের কোচিং ভবিষ্যতে দাঁড়ি পড়া কার্যত চূড়ান্ত
হয়ে গিয়েছিল। আর সেটাই বাস্তবে পরিণত হল শনিবার দুপুরে।