Last Updated: November 17, 2012 12:43

বাড়ির সামনে ট্যাক্সি পার্ক করায় ঢুকতে পারছেনা বাসিন্দাদের গাড়ি। তার প্রতিবাদ করায় বৃহস্পতিবারের পর শুক্রবারও রণক্ষেত্রের চেহারা নিল ভবানীপুরের ২১ নম্বর চক্রবেড়িয়া রোড সাউথ।
প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সমাজবিরোধীদের হুমকি, হেনস্থা ও নিগ্রহেরও শিকার হলেন বাড়ির বাসিন্দারা। বাদ পড়েননি মহিলারাও। ভেঙে দেওয়া হল পাঁচটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিসবাহিনী। পরিস্থিতি আপাতত আয়ত্ত্বে এলেও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিনা প্ররোচনায় যে সমাজবিরোধীরা তাদের ওপর হামলা চালিয়েছে, তাঁরা রাজ্যের শাসকদলের মদতপুষ্ট। ফলে পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না।
First Published: Saturday, November 17, 2012, 12:43