Last Updated: Tuesday, February 12, 2013, 19:14
মোহনবাগানকে গোল দিলেন ব্যারেটো। সবুজ তোতার গোলেই জয়ের স্বপ্ন হাতছাড়া করিমের দলের। ঘরোয়া লিগে যুবভারতীতে ওডাফাহীন মোহনাবগান প্রথমার্ধ দাপট দেখাল ভবানীপুরের বিরুদ্ধে। শুরু দাপটেই অনিলকুমারের গোলে এগিয়ে যায় মোহনবাগান। আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করলেন টোলগেরা। দু একটি পাস ছাড়া টোলগের পারফরম্যান্স এদিনও ছিল সাদামাঠা। দ্বিতীয়ার্ধে পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন ব্যারেটো। জ্বলে উঠল গোটা ভবানীপুর দল। শেষ পঁচিশ মিনিট কার্যত মোহন ডিফেন্সকে ছিঁড়ে খেল ব্যারেটোর দল।