Last Updated: November 20, 2012 21:19

ডেম্পোর মিডফিল্ডার ক্লাইম্যাক্স লরেন্সকে দুম্যাচের জন্য নির্বাসিত করল ফেডারেশন। ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচে রেফারিকে মারধরের অভিযোগ উঠেছিল ডেম্পো ফুটবলারদের বিরুদ্ধে। ম্যাচের ভিডিও রিপ্লে দেখে শাস্তি নিল ফেডারেশন। এই ম্যাচেই পেনাল্টি না দেওয়ায় সাসপেন্ড করা হয় রেফারিকে। ক্লাইম্যাক্সকে নির্বাসিত করার পাশাপাশি সতর্ক করা হয়েছে ডেম্পোর জাপানি স্ট্রাইকার সুয়েকাকেও।
এদিকে ফেডারেশনের শোকজের উত্তর দিয়েছেন ডেম্পো কোচ আর্মান্দো কোলাসো। বর্ষীয়ান কোচ লিখেছেন,তিনি ম্যাচের সময়ে মাঠের মধ্যে ঢোকেননি। আর্মান্দো আরও জানিয়েছেন, কোনও সংবাদপত্রে তার মাঠে ঢোকার খবর বা ছবি প্রকাশিত হয়নি।
First Published: Tuesday, November 20, 2012, 21:19