Climax lawrance - Latest News on Climax lawrance| Breaking News in Bengali on 24ghanta.com
রেফারিকে নিগ্রহ করে নির্বাসিত ক্লাইম্যাক্স

রেফারিকে নিগ্রহ করে নির্বাসিত ক্লাইম্যাক্স

Last Updated: Tuesday, November 20, 2012, 21:19

ডেম্পোর মিডফিল্ডার ক্লাইম্যাক্স লরেন্সকে দুম্যাচের জন্য নির্বাসিত করল ফেডারেশন। ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচে রেফারিকে মারধরের অভিযোগ উঠেছিল ডেম্পো ফুটবলারদের বিরুদ্ধে। ম্যাচের ভিডিও রিপ্লে দেখে শাস্তি নিল ফেডারেশন। এই ম্যাচেই পেনাল্টি না দেওয়ায় সাসপেন্ড করা হয় রেফারিকে। ক্লাইম্যাক্সকে নির্বাসিত করার পাশাপাশি সতর্ক করা হয়েছে ডেম্পোর জাপানি স্ট্রাইকার সুয়েকাকেও।