জঙ্গলমহল সফরে আজ পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী

জঙ্গলমহল সফরে আজ পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী

জঙ্গলমহল সফরে আজ পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার পর বাঁকুড়া হয়ে আজ পশ্চিম মেদিনীপুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ ঝাড়গ্রামের শিলদায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপরই শিলদার চন্দ্রশেখর কলেজের মাঠে জনসভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর সফর বিষয়ক সব খবর গোপন রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের সময় সমস্ত জঙ্গলেই মোতায়েন থাকছে আধাসামরিক বাহিনী। মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তা ও সভাস্থলের দায়িত্বে রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিস। নিরাপত্তার কারণে প্রশাসনিক বৈঠকের জায়গাটিকেও গোপন রেখেছে প্রশাসন। তবে পশ্চিম মেদিনীপুরে পৌঁছানোর আগে দুপুর একটায় বাঁকুড়ার বারিকুল থানার ছোট তুংপূর্ণপানি গ্রামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর সড়ক পথে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

First Published: Wednesday, September 25, 2013, 10:17


comments powered by Disqus