Last Updated: Monday, September 2, 2013, 22:03
স্কুলে ভূতের উপদ্রবের জোরালো গুজব। তার জেরেই স্কুলে আসা বন্ধ করেছে প্রায় শতাংশ ছাত্রী। অবশেষে গুজবের আতঙ্ক কাটাতে বাঁকুড়ার কেঞ্জাকুড়া দামোদর উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দফতর ও যুক্তিবাদি সমিতির প্রতিনিধিদল। ছাত্রীদের সচেতনতা বাড়াতে কাউন্সেলিংও করান তাঁরা। গত সপ্তাহে পর পর অসুস্থ হয়ে পড়ে বাঁকুড়ার কেঞ্জাকুড়া দামোদর উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। এরপরই রটে যায়, স্কুলে ভূতের উপদ্রব রয়েছে। শনিবার স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বাড়ি গিয়ে আত্মহত্যা করে। এর জেরে গুজব আরও জোরাল হয়। স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বেশির ভাগ ছাত্রী। খবর পেয়ে সোমবার তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল পাঠানো হয় ওই স্কুলে। ছাত্রীদের কাউন্সেলিং করান তাঁরা।