Last Updated: May 18, 2013 10:00

খোদ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কৃত হয়েছেন যে পুলিস অফিসার, তিনিই পদোন্নতির যোগ্যতা অর্জন করতে পারেননি। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর হাত থেকে সেবাপদক পেয়েছিলেন তাঁর দেহরক্ষী কুসুম কুমার দ্বিবেদী। তারমাত্র চার মাসের মধ্যেই পদোন্নতির পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই হয় পদক পাওয়ার জন্য, তাঁর নাম যারা বিবেচনা করেছে তাঁরা ভুল করেছেন নয় যাঁরা তাঁর যোগ্যতা পরীক্ষা করেছেন ভুলটা তাঁদের। এমনই বিতর্ক দেখা দিয়েছে কলকাতা পুলিসে।
First Published: Saturday, May 18, 2013, 10:00