Last Updated: Saturday, June 21, 2014, 19:51
সারদা কাণ্ডে বিনিয়োগকারীদের টাকা তছরুপে গ্রেফতার হওয়া ছ`জন ছাড়া অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিরাও জড়িত। এদের পরিচয় জানা না গেলেও সিবিআইয়ের এফআইআর অনুসারে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের টাকা আত্মসাত্ করার ষড়যন্ত্রে এরাও জড়িত। রেজিস্ট্রার অফ কোম্পানীস, রিজার্ভ ব্যাঙ্ক, সেবির মতো নিয়ন্ত্রক সংস্থাও সারদার বেআইনী কারবার বন্ধে নিজেদের দায়িত্ব পালন করেনি বলে সিবিআই মনে করে।