Last Updated: January 16, 2012 17:56

পর্যটনশিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে আজ টাউনহলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র একটি দফতরকে নিয়ে এই প্রথম কোনও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পর্যটনমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, কলকাতার মেয়র ও পঞ্চায়েতমন্ত্রী। ভোটের আগেই রাজ্যে পর্যটনশিল্পের উন্নতির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতাকে লন্ডন, দিঘাকে গোয়া এমনকি উত্তরবঙ্গকে সুইত্জারল্যান্ড বানানোর প্রতিশ্রুতিও শোনা গিয়েছিল তাঁর মুখে। কিন্তু ক্ষমতায় আসার পর ৭ মাস অতিক্রান্ত হলেও পর্যটন দফতরের কাজে সন্তুষ্ট নন তিনি। বেশ কয়েকটি বৈঠকে প্রকাশ্যেই পর্যটনমন্ত্রী রচপাল সিং ও পর্যটনসচিবকে ভর্ত্সনাও করেছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে পর্যটনশিল্পকে সামনে রেখে রাজ্যে প্রচুর বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Monday, January 16, 2012, 18:07