Last Updated: Wednesday, September 28, 2011, 18:56
পুজোর ভ্রমণের তালিকা থেকে এবার প্রায় বাদ পড়েছে পাহাড়। ছুটি কাটাতে পর্যটকেরা এবার পাড়ি দিচ্ছে অন্য জায়গায়। এখনও রাজ্যজুড়ে রয়েছে গত আঠারো সেপ্টেম্বরের ভয়াবহ ভূমিকম্পের রেশ। তাই আর কোনও ঝুঁকি নিয়ে সিকিম বা দার্জিলিংয়ে যেতে আগ্রহী নন পর্যটকেরা। ফলে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের।