আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি পৌঁছবেন তিনি। বৈঠক করবেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে।

মঙ্গলবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেই উপলক্ষেই এখন ঢেলে সাজেনো হচ্ছে আর্ট গ্যালারি। রাজ্যে ক্ষমতায় আসার পর ফের উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার সকালে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা। শিলিগুড়ি থেকে বিকেলেই পৌঁছনোর কথা জলপাইগুড়ি। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি খোঁজ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার রাতেই জলপাইগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। 
 





First Published: Monday, July 9, 2012, 23:29


comments powered by Disqus