Last Updated: Monday, July 14, 2014, 23:45
কোচবিহারে সালিশি সভায় খুন হয়ে গেলেন তৃণমূল নেতা। আমবাড়ি পঞ্চায়েতের সচিবকে সভা চলাকালীনই কুড়ুলের কোপ মারে স্থানীয় বাসিন্দা জব্বর শেখ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় অভিযুক্তর বাড়িতে। অভিযুক্তরা এখনও পলাতক। জব্বর শেখ নামে আমবাড়ির এক স্থানীয় বাসিন্দার পারিবারিক বিবাদ মিটাতে গিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সচিব আবদুল হামিদ মিয়া।