Last Updated: July 8, 2013 11:22

পঞ্চায়েত নির্বাচনের আগে আজ ফের জঙ্গলমহলে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল লালগড় আন্দোলন সেই লালগড়েই আজ প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
এর আগে ২০০৯য়ে বিরোধী নেত্রী থাকাকালীন লালগড়ে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১১তেও সভা করেছেন তিনি। রাজ্যে পালাবদলের পর জঙ্গলমহলেও ঘটে গিয়েছে অনেক পরিবর্তন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীনেত্রী থাকাকালীন যাঁরা পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা বা সদস্য ছিলেন, তাঁদের অনেকেই আজ দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও হয়এছেন কয়েকজন। এই পরিস্থিতিতে আজ লালগড়ের সঞ্জীব সংঘের মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় জনসভা হবে ডেবরায়।
First Published: Monday, July 8, 2013, 11:54