Last Updated: February 7, 2012 10:08

নদিয়া জেলার উন্নয়ন নিয়ে কৃষ্ণনগর সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবরা।
নদিয়ায় ধান কেনা নিয়ে প্রশাসনিক দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমনকী এনিয়ে বেনফেড সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী তেহট্ট এবং হরিণঘাটায় পুরসভা তৈরির কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের। জেলায় বেশ কয়েকটি নতুন কলেজ তৈরির কথাও জানান মুখ্যমন্ত্রী।
এর আগে, জেলার তৃণমূল সাংসদ-বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন ও হিমঘর তৈরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান দলীয় সাংসদ-বিধায়করা। আলোচনা শেষে কৃষ্ণনগর স্টেশনে রেলের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।
First Published: Tuesday, February 7, 2012, 15:33