বৃষ্টি মাথায় তৃতীয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

বৃষ্টি মাথায় তৃতীয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

বৃষ্টি মাথায় তৃতীয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বৃষ্টিকে উপেক্ষা করেই তৃতীয়ায় পুজো উদ্বোধন  হল মণ্ডপে মণ্ডপে। বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সংহতি, সুরুচি সংঘ ৬৬ পল্লি, চেতলা অগ্রনি ক্লাবে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।  বেহালায় ৩টি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল এমকে নারায়ণন।

আজ বিকেলে বেহালা দেবদারু ফটক, বেহালা শ্রী সঙ্ঘ, ও বরিশা উদয়ণ পার্ক সার্বজনীন ক্লাবের পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পায়ে হেটে মণ্ডপও পরিদর্শন করেন তিনি। বেহালা দেবদারু ক্লাবের পক্ষ থেকে রাজ্যপালের ত্রাণ তহবিলে ১১ হাজার ১০০ টাকার চেক তুলে দেওয়া হয়। শ্রী সঙ্ঘ ক্লাবের পক্ষ থেকেও ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার চেক।

গতকালও মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনে যান। অন্য মেজাজে পাড়ার দোকানের চায়ের আড্ডায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

First Published: Monday, October 7, 2013, 20:07


comments powered by Disqus