Last Updated: Monday, October 7, 2013, 20:07
বৃষ্টিকে উপেক্ষা করেই তৃতীয়ায় পুজো উদ্বোধন হল মণ্ডপে মণ্ডপে। বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সংহতি, সুরুচি সংঘ ৬৬ পল্লি, চেতলা অগ্রনি ক্লাবে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বেহালায় ৩টি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল এমকে নারায়ণন।