Last Updated: July 9, 2014 23:06

বর্ধমানে এসে কার্যত হুঁশিয়ারির ওপরেই থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা তোলার অভিযোগ উঠলে দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। প্রতিবন্ধী সংগঠনের কর্মীদেরও প্ল্যাকার্ড হাতে সভায় আসার অপরাধে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীর রোষের মুখে। বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। তারপর প্রকল্প ঘোষণার জনসভা। সর্বত্রই হুঁশিয়ারি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
প্রসঙ্গত রেলবাজেট এবং লোকসভায় বিজেপি তৃণমূলের হাতাহাতির পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিবন্ধী সংগঠনের কিছু দাবি-দাওয়া নিয়ে সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু দেখা করতে দেওয়া হয়নি তাঁদের। তাই সভায় এসে পড়তে হল রোষের মুখে। বর্ধমান জেলার গোষ্ঠীকোন্দল এখন ভয়ঙ্কর। যত নেতা তত দল। অভিযোগ বিস্তর।
First Published: Wednesday, July 9, 2014, 23:06