Last Updated: Thursday, July 10, 2014, 18:09
রেল বাজেটের মতোই সাধারণ বাজেটেও বঞ্চিত বাংলা। এই অভিযোগে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটকে ভিশনলেস, মিশনলেস এবং অ্যাকশনলেস বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই সরকার অফ দ্য এফডিআই, বাই দ্য এফডিআই, ফর দ্য এফডিআই। নয়া সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রেলবাজেটে দুটো ট্রেন ছাড়া কিছুই মেলেনি। সাধারণ বাজেটেও তেমন কিছু পেল না বাংলা।