মালদায় স্বাস্থ্য অধিকর্তা

মালদায় স্বাস্থ্য অধিকর্তা

Tag:  Maldah CMO Child Death
মালদায় স্বাস্থ্য অধিকর্তামালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হাসপাতালে ৪টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ৮ দিনে মালদা হাসপাতালে ৪৩টি শিশুর মৃত্যু হল। অন্যদিকে, পরপর শিশু মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান করতে মালদা যান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। জেলা হাসাপাতালের শিশু ও প্রসূতি বিভাগ ঘুরে দেখেন তিনি। মালদা জেলা হাসপাতালে যে চাহিদামতো রোগীর চাপ সামলানোর পরিকাঠামো নেই, তা মেনে নিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। চিকিত্সা পরিষেবা নিয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে।

First Published: Wednesday, January 25, 2012, 17:42


comments powered by Disqus