Last Updated: Friday, March 21, 2014, 14:36
এবারই মালদায় ভোটের রাজনীতিতে প্রথম তৃণমূল কংগ্রেস। কোতায়ালি পরিবারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস রাজনীতিতে আনকোড়া সৌমিত্র রায়, মোয়াজ্জিম হুসেন। এঁরা দুজনেই তুলে ধরছেন ভূমিপুত্র সেন্টিমেন্ট। কিন্তু গণি মিথকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে মমতার ম্যাজিক?