Last Updated: October 29, 2013 16:26

প্রধানমন্ত্রীকে কয়লা কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলে স্বস্তিতে মনমোহন সিং। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অধ্যাদেশ জারি করার পক্ষপাতি নয় শীর্ষ আদালত। বিচারপতি বলেন, "এখনও ঘটনার তদন্ত করছে সিবিআই।"
জাতীয় উপদেষ্টা বলেন ২০১২-য় সরকার কয়লা বল্ক বণ্টন না করায় রাজকোষের ১.৮৬ কটি টাকা ক্ষতি হয়েছে। দায়ী প্রধানমন্ত্রীও। বিরোধীদের দাবি তোলেন মনমোহনের পদত্যাগের।
সিবিআই জানায় এই দুর্নীতির শরিক প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেও। কারণ তখন তিনি কয়লা মন্ত্রকের দায়িত্বে। কুমারমঙ্গলম বিড়লার মালিকানাধীন হিন্দালকোকে বেআইনিভাবে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল। ১৫ অক্টোবর সিবিআই-এর দায়ের করা এই এফআইআর-এ শোরগোল পড়ে যায় নানা মহলে। এফআইআরে নাম ছিল প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখেরও। উপরতলার মদতেই গোটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে সিবিআই। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
First Published: Tuesday, October 29, 2013, 16:44