Last Updated: Monday, April 22, 2013, 23:47
দিল্লিতে বাড়তে থাকা ধর্ষণ, কোলগেট ও টুজি স্পেকট্রাম ইস্যুতে বিজেপির বিক্ষোভে দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা। বিজেপির দাবি টুজি স্পেকট্রাম ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছে সরকার। এরই প্রতিবাদে আজ থেকে সংসদ অচলের ডাক দিয়েছে বিজেপি।