Last Updated: October 16, 2013 12:45

কোল-গেট কেলেঙ্কারিতে এবার জড়িয়ে গেল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামও। কোল কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখ মন্তব্য করেছেন যেহেতু আট বছর আগে সেই সময়ে কয়লা দফতরের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাই তাঁর নামও সিবিআই-এর অভিযুক্ত তালিকায় থাকা উচিৎ।
সোমবার প্রকাশিত সিবিআই-এর নতুন এফআইআর -এ কোল-গেট কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে নাম আছে পিসি পারেখ ও শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার।
পিসি পারেখ একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন ``কোল ব্লক বণ্টন নিয়ে আমি কোনও ভুল সিদ্ধান্ত নিয়নি। যদি আমি ভুল হয়ে থাকি, তাহলে সে সময় যারা যারা এই ঘটনায় জড়িত ছিল তারা প্রত্যেকেই একই ভুল করেছে।``
``যদি হিনডোলকো-কে কয়লা খনি বন্টন অন্যায় হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর নামও অভিযুক্ত তালিকায় থাকা উচিৎ। কারণ তিনিই এই বন্টনে সম্মতি জানিয়ে ছিলেন।`` মন্তব্য করেছেন পিসি পারেখ।
First Published: Wednesday, October 16, 2013, 12:45