Last Updated: Thursday, October 17, 2013, 19:50
কয়লা ব্লক বন্টন দুর্নীতিতে এবার নাম জড়াল ওড়িশার মুখ্যমন্ত্রীর। অভিযোগ, বিড়লা গোষ্ঠীর হিন্ডালকোকে কয়লা ব্লক পাইয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন নবীন পট্টনায়েক। কয়লা দুর্নীতি ইস্যুতে আজ ফের প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখকে নিশানা করেছে সিবিআই। সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহার দাবি, পারেখের বিরুদ্ধে তাঁদের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।