Last Updated: October 15, 2013 10:54

কোল-গেট কেলেঙ্কারিতে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। সিবিআই-এর নতুন এফআইআর-এ নাম আছে আদিত্য বিড়লা গ্রুপ এর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার। নাম আছে ন্যালকো এবং হিন্ডালকো-এর।
প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখের নামেও এফআইআর দায়ের করেছে এই তদন্তকারী সংস্থা।
সূত্র খুঁজতে হায়দরাবাদ, কলকাতা ও মুম্বইয়ে চলছে তদন্ত।
১৯৯৩ থেকে ২০১১ পর্যন্ত ১৯২টি কয়লা ব্লক বন্টনে অস্বচ্ছতা নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই নিয়ে কোল কেলেঙ্কারিতে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত তদন্তের উপর ভিত্তি করে মোট ১৩টি এফআইআর দায়ের করল সিবিআই।
First Published: Tuesday, October 15, 2013, 10:54