Last Updated: August 6, 2013 21:51

ওমানে ছবির শুটিং সেরে কবেই দেশে ফিরে এসেছেন অক্ষয়। সেই ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা এখন মুক্তির পথে। তবে ওমান এখনও অক্ষয়কে ভুলতে পারেনি। তাই ছবির মুক্তির আগে অক্ষয়ের নামে ককটেল নিয়ে এল ওমানের রিসর্ট।
এই রিসর্টেই শুটিং হয়েছিল ছবির কিছু অংশের। সেই রিসর্টেই এবার থেকে পাওয়া যাবে বিশেষ ককটেল শোয়েবতিনি। ছবিতে অক্ষয়ের চরিত্রের নাম শোয়েব। সেই থেকেই এই বিশেষ ককটেলের নামকরণ।
First Published: Tuesday, August 6, 2013, 21:51