Last Updated: October 31, 2011 10:28

আক্ষরিক অর্থে শীত এখনও আসেনি এরাজ্যে। তবে শীতের আমেজ অবশ্য এখন থেকেই একটু-আধটু উপভোগ করছেন রাজ্যবাসী। বিশেষ করে ভোরবেলা ও সন্ধ্যার পর থেকে ঠান্ডা, হিমেল হাওয়া বইছে পাহাড় থেকে সমতল সর্বত্র। গত তিনদিনে সর্ব্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কমে গিয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস। এর থেকেই প্রশ্ন, তবে কি শীত এবছর কিছুটা আগেই পড়বে? যদিও আবহাওয়া দফতরের পক্ষ থেকে কিন্তু নির্ধারিত সময়ে শীত আসার ওপরেই জোর দেওয়া হচ্ছে। আগামী আটচল্লিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার আর তেমন একটা হেরফের হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
First Published: Monday, October 31, 2011, 10:28