Last Updated: Saturday, February 8, 2014, 12:06
জঙ্গি হানার আশঙ্কা আর এলজিবিটি বিতর্কের মাঝেই রাশিয়ার সোচিতে শুরু হয়ে গেল শীতকালীন অলিম্পিক। শুক্রবার কৃষ্ণসাগরের তীরে সোচির ফিশ্ট স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের সূচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। স্টেডিয়ামে অলিম্পিক মশাল জ্বালান রাশিয়ার দুই প্রাক্তন অ্যাথলিট ভ্লাদিস্লাভ ট্রেটিয়াক এবং ইরিনা রোডনিনা। স্টেডিয়ামে তাঁদের হাতে অলিম্পিক মশাল তুলে দেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, পোলভল্টের বিশ্বরেকর্ডধারী ইয়েলিনা ইসিনবায়েভা, কুস্তিগীর আলেকজান্ডার কারেলিন এবং জিমনাস্ট আলিনা কাবেভা।