Last Updated: December 15, 2013 16:34
সরকারিভাবে শীত পড়ার পর আজই হল প্রথম রবিবার। তার ওপর আবার মরসুমের শীতলতম দিন। সব মিলিয়ে রবিবারের কলকাতা একেবারে জমজমাট। জটায়ু থাকলে আজকের কলকাতাকে দেখে নিশ্চিত বলতেন, কোলাহলে কলকাতার কামাল।
শীতের মিঠে রোদ গায়ে মেখে ছুটির দিন সকাল থেকেই চেনা ভিড় চিড়িয়াখানা, ময়দানে। শাল, সোয়েটারের উষ্ণতা আর কমলালেবুর গন্ধ মেখে পরিচিত মেজাজে শীত ধরা দিল রবিবারের কলকাতায়।
আবহাওয়া দফতর বলছে, কলকাতার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আপাতত কয়েকটা দিন খুব বেশি ওঠানামা করবে না৷ অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে৷
আর শীতের পরশ লাগতেই উত্সবের মেজাজে কলকাতা। সকাল থেকেই চেনা ভিড় ময়দান, চিড়িয়াখানায়। শীতের সকালে জমজমাট চিড়িয়াখানা। ছবির বইয়ে দেখা বাঘ, সিংঘ, শিম্পাঞ্জিদের দেখতে চিড়িয়াখানায় সকাল থেকেই ভিড় জমিয়েছিল ছোটরা। ছোটদের মত মুগ্ধ বড়রাও।
First Published: Sunday, December 15, 2013, 16:36