Last Updated: Sunday, December 25, 2011, 19:40
বড়দিনে চিড়িয়াখানায় বহু মানুষের ভিড়। আর সেই ভিড় থেকেই লাগাতার ছোঁড়া হচ্ছিল ইট পাটকেল। ধৈর্য হারিয়ে একসময় সেই ইটই তুলে নিয়ে দর্শকদের দিকে ছুঁড়ে দিল এনক্লোজারবন্দি শিপ্পাঞ্জি বাবু। নাকে আঘাত পেলেন এক মহিলা।