Last Updated: November 30, 2012 11:47

নভেম্বরের শেষেই শহরে শীতের দাপট। পরিসংখ্যান বলছে এক দশকের মধ্যে নভেম্বর মাসে এতটা নামেনি তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এর আগে ২০০৩ সালে নভেম্বর তাপমাত্রার পারদ নেমেছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এবারের সর্বনিম্ন তাপমাত্রা সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামবে।
First Published: Friday, November 30, 2012, 11:47