Last Updated: January 17, 2014 23:56

কলেজে মনোনয়ন তোলা ও জমা দেওয়াকে ঘিরে অশান্তি ছড়াল রাজ্যের একাধিক কলেজে। টিএমসিপির বাধায় একাধিক কলেজে এসএফআই ও ছাত্র পরিষদ মনোনয়ন দিতেই পারেনি বলে অভিযোগ। মালদার সামসি কলেজে এসএফআই-টিএমসিপি সংঘর্ষে দুপক্ষের ছজন আহত হয়েছে। পুলিস গিয়ে লাঠি চালায়। গুলি ছোঁড়ে। তবে গুলি চালনার খবর স্বীকার করেনি পুলিস। ছাত্র সংঘর্ষের জেরে ওই এলাকার একজনের মাথায় গুলি লাগে।
শুক্রবার সকাল থেকেই মালদা কলেজ চত্বর দখল করে নেয় টিএমসিপি। ফলে মনোনয়ন তুলতেই পারেনি এসএফআই ও ছাত্র পরিষদ। পুলিসের সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ বিরোধী ছাত্র সংসদের। মনোনয়ন জমা ঘিরে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় মালদার সামসি কলেজে। এসএফআই-টিএমসিপি সংঘর্ষে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়াল নদিয়ার দুটি কলেজে। টিএমসিপি সমর্থকদের বাধায় করিমপুর ও মাঝদিয়া কলেজে এসএফআই সমর্থকেরা মনোনয়ন পত্র পেশ করতে পারেননি বলে অভিযোগ। দুটি কলেজেই টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে হামলা ও বোমাবাজির অভিযোগ এনেছেন এসএফআই সমর্থকেরা। অশান্তি ও বোমবাজির জেরে বন্ধ করে দেওয়া হয় এলাকার বেশিরভাগ দোকানপাট। মনোনয়ন পত্র জমা দিতে না পেরে পথ অবরোধ করেন মাজদিয়া কলেজের এসএফআই সমর্থকেরা। পুলিসের সামনেই অবরোধকারীদের মারধর করার অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে ।
First Published: Friday, January 17, 2014, 23:56