Last Updated: Friday, January 17, 2014, 23:56
কলেজে মনোনয়ন তোলা ও জমা দেওয়াকে ঘিরে অশান্তি ছড়াল রাজ্যের একাধিক কলেজে। টিএমসিপির বাধায় একাধিক কলেজে এসএফআই ও ছাত্র পরিষদ মনোনয়ন দিতেই পারেনি বলে অভিযোগ। মালদার সামসি কলেজে এসএফআই-টিএমসিপি সংঘর্ষে দুপক্ষের ছজন আহত হয়েছে। পুলিস গিয়ে লাঠি চালায়। গুলি ছোঁড়ে। তবে গুলি চালনার খবর স্বীকার করেনি পুলিস। ছাত্র সংঘর্ষের জেরে ওই এলাকার একজনের মাথায় গুলি লাগে।