রডরিগেজের জোড়া গোলে উড়ে গেল উরুগুয়ে, মারকানায় ইতিহাস তৈরি করে শেষ আটে কলম্বিয়া

রডরিগেজের জোড়া গোলে উড়ে গেল উরুগুয়ে, মারকানায় ইতিহাস তৈরি করে শেষ আটে কলম্বিয়া

রডরিগেজের জোড়া গোলে উড়ে গেল উরুগুয়ে, মারকানায় ইতিহাস তৈরি করে শেষ আটে কলম্বিয়াব্রাজিলে ইতিহাস গড়ল কলম্বিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লাতিন আমেরিকার এই দেশটি। প্রি কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে দুই-শূন্য গোলে হারাল তারা। কলম্বিয়ার হয়ে দুটি গোলই করেন জেমস রডরিগেজ।

ঐতিহাসিক মারাকানায় ইতিহাস গড়ল কলম্বিয়া। উরুগুয়েকে দুই-শূন্য হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লাতিন আমেরিকার এই দেশটি। জোড়া গোল করে আরও একবার কলম্বিয়াকে দুরন্ত জয় এনে দিলেন তরুণ মিডফিল্ডার জেমস রডরিগেজ। প্রথম প্রি কোয়ার্টার ফাইনালের মতই দ্বিতীয় প্রিকোয়ার্টার ফাইনালেও ছিল দুই লাতিন আমেরিকার দেশের লড়াই। সুয়ারেজের অনুপস্থিতিতে নিজেদের সেরাটা বের করে আনাই চ্যালেঞ্জ ছিল অস্কার ত্যাবারেজের দলের সামনে। কিন্তু কলম্বিয়ার অ্যাটাকিং ফুটবলের কাছে হার মানতে হল গতবারের সেমিফাইনালিস্টদের। প্রথমার্ধে জেমস রডরিগেজের ওয়ান্ডার গোলে পিছিয়ে ছিল উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করে ম্যাচে ফেরার একটা মরিয়া চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ। কিন্তু রডরিগেজের দ্বিতীয় গোল কলম্বিয়ার জয় নিশ্চিত করে দেয়। সুয়ারেজকে ছাড়া শেষ পাঁচটা ম্যাচের মধ্যেই চারটেতেই হারতে হল দিয়েগো ফোরল্যানদের। তাই লিভারপুলের তারকা স্ট্রাইকারের নির্বাসন যে একটা বড় ফ্যাক্টর হয়ে গেল,তা বলাই বাহুল্য। অন্যদিকে বিশ্বকাপে স্বপ্নের দৌড় অব্যাহত পেকারম্যানের দলের। টানা চার ম্যাচ জেতা কলম্বিয়ার পরের প্রতিপক্ষ ব্রাজিল।

First Published: Sunday, June 29, 2014, 10:05


comments powered by Disqus