Last Updated: Wednesday, July 9, 2014, 09:54
নেইমারকে কথা দিয়েছিল ডেভিড লুইজরা বিশ্বকাপ এনে দেবেন। কিন্তু ক্ষমাহীন হার মাথা নত করে দিয়েছে ব্রাজিল দলকে। ম্যাচের শেষে দেশবাসির কাছে ক্ষমা চাইলেও লজ্জায়, কান্নায় ব্রাজিল ভক্তদের ওপর শোকের ছায়া নেমে এসেছে। ব্রাজিলকে সাত-এক গোলে চুরমার করে বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল জার্মানি।