Last Updated: February 4, 2012 16:26

দীর্ঘ পাঁচ বছর পর বলিউডে ফিরছেন করিশ্মা কাপুর। বলি দুনিয়ার খবর বিক্রম ভাট পরিচালিত থ্রিডি ছবি `ডেনজরাস ইশ্ক`-এ অভিনয় করছেন করিশ্মা। শুধু তাই নয়, অক্ষয় কুমার অভিনীত `রাঔডি রাঠোর` ছবির একটি আইটেম নম্বরে দেখা যাবে লোলোকে।
২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ের পর এই বলি-সুন্দরীকে সেইভাবে পর্দায় দেখেননি দর্শক। শেষ ছবি `জামানত` বক্স অফিসে সফলতা পায়নি। কিন্তু বিক্রম ভাটের `ডেনজরাস ইশ্ক` দিয়ে বলিউডে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য একেবারে প্রস্তুত করিশ্মা। ছবির শুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। `রাঔডি রাঠোর`-এর আইটেম নম্বরটির কোরিওগ্রাফ করবেন ডান্সগুরু প্রভু দেবা। বলিউড এই মুহূর্তে প্রিয়ঙ্কা ক্যাটরিনাদের দখলে। এই মুন্নী, শীলার যুগে লোলোর ম্যাজিকে কি মুগ্ধ হবেন দর্শক! আইটেম নম্বরটির শুটিং শুরু হবে আগামী মাসেই। করিশ্মার দ্বিতীয় ইনিংস কতটা সফল হবে তা সময়ের অপেক্ষা হলেও তাঁর কামব্যাক নিয়ে এক্সসাইটেট বলি দুনিয়ার সকলেই।
First Published: Saturday, February 4, 2012, 16:26