dangerous ishk - Latest News on dangerous ishk| Breaking News in Bengali on 24ghanta.com
পাঁচ বছর পর করিশ্মার কামব্যাক

পাঁচ বছর পর করিশ্মার কামব্যাক

Last Updated: Saturday, February 4, 2012, 16:26

দীর্ঘ পাঁচ বছর পর বলিউডে ফিরছেন করিশ্মা কাপুর। বলি দুনিয়ার খবর বিক্রম ভাট পরিচালিত থ্রিডি ছবি `ডেনজরাস ইশ্‌ক`-এ অভিনয় করছেন করিশ্মা। শুধু তাই নয়, অক্ষয় কুমার অভিনীত `রাঔডি রাঠোর` ছবির একটি আইটেম নম্বরে দেখা যাবে লোলোকে।