লিগ রেফারিং খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটি, Committee for League Refereeng

লিগ রেফারিং খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটি

লিগ রেফারিং খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটিমোহনবাগানের দাবি মেনে লিগের রেফারিং খতিয়ে দেখতে নিরপেক্ষ  কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল আইএফএ। প্রাক্তন রেফারিরা থাকবেন এই কমিটিতে। মোহনবাগানকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইএফএ সচিব উত্পল গাঙ্গুলি। এর ফলে কলকাতা লিগের বড় ম্যাচ নিয়েও সংশয় দূর হল। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র জানিয়েছেন তাঁরা আইএফএ-র এই সিদ্ধান্তে খুশি। বড় ম্যাচের জন্য তাঁরা এখন প্রস্তুতি নিচ্ছেন।





First Published: Thursday, January 5, 2012, 23:02


comments powered by Disqus