রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি খারিজের দাবি ডিএমকের

রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি খারিজের দাবি ডিএমকের

 রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি খারিজের দাবি ডিএমকের রাজীব গান্ধীর হত্যাকারী তিন অভিযুক্তের ফাঁসির আদেশ খারিজ করার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানাল ডি এম কে সাংসদেরা। মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে অনুরোধ করেছেন ডিএমকে প্রতিনিধি দল।

সাংসদরা জানিয়েছেন, সান্থান, পেরারিভালান এবং মুরুগান গত দু`দশক ধরে বন্দি অবস্থায় রয়েছেন। অভিযুক্তদের ফাঁসির আদেশ রদ করার পক্ষে জোরাল সওয়াল করেছে ডিএমকে।

প্রতিনিধি দলটি জানিয়েছেন, "মানবিকতার খাতিরে তিনজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবনে পরিবর্তন করা উচিত।" সাংসদদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিসভার রেজেলিউশন পাস করে রাষ্টপতির কাছে ফাঁসির আদেশ খারিজ করার আর্জি জানানো উচিত।

First Published: Friday, May 3, 2013, 17:01


comments powered by Disqus